প্রকাশকালঃ ডিসেম্বর ৩০, ২০১৮
যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সমিতির সাবেক উপদেষ্টা হেলিম উদ্দিন পাখি ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহি…রাজিউন)। শনিবার রাত ৮টার সময় যুক্তরাষ্ট্রের ওজনপার্কস্থ বাসায় ইন্তেকাল করেন। মরহুম হেলিম উদ্দিন বিয়ানীবাজার পৌরসভার কসবা এলাকার চোরাবালা গোষ্ঠী নিবাসী মরহুম মিরাস মিয়া’র ছোটভাই।
রবিবার বাদ মাগরিব ওজনপার্ক আল আমান মসজিদে মরহুমের জানাজা শেষে সোমবার সকাল ১০টায় দাফন সম্পন্ন করা হবে। স্বজনদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রস্থ বাঙালি কমিউনিটির সকলকে মরহুমের জানাজায় উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।
এদিকে, মরহুমের মৃতুতে গভীর শোক জানিয়েছেন যুক্তরাষত্রস্থ বাংলাদেশ সোসাইটির সভাপতি ও এবি মিডিয়া গ্রুপের পরিচালক কামাল আহমেদ, বিয়ানীবাজার সমিতির সভাপতি ও এবি মিডিয়া গ্রুপের পরিচালক মোস্তফা কামাল, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি ও এবি মিডিয়া গ্রুপের পরিচালক আজিম উদ্দিন বুরহান, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি ও এবি মিডিয়া গ্রুপের পরিচালক মাসুদুল হক ছানু, বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও এবি মিডিয়া গ্রুপের এমডি মূলধারার ও যুক্তরাষ্ট্র মূলধারার রাজনৈতীক ফখরুল ইসলাম দেলোয়ার। পৃথক পৃথক বার্তায় তারা শোক সন্তত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।