যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত ও মহান স্বাধীনতা দিবস পালিত

প্রকাশকালঃ মার্চ ৩১, ২০২২

যুক্তরাষ্ট্রে উপজেলা পর্যায়ের অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সাধারণ সভা গত রবিবার ২৬ মার্চ ওজন পার্কের দেশি সিনিয়র সেন্টারের হলরুমে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো.আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল হক মাহবুবের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য আজিমুর রহমান বোরহান, সাবেক সভাপতি মোস্তফা কামাল, সাবেক সভাপতি বর্তমান উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য হাজী বোরহান উদ্দিন কফিল, সাবেক সাধারণ সম্পাদক বর্তমান উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য হাজী আহমদ এ হাকিম, সাবেক কোষাধক্ষ্য ও বর্তমান উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য হাজী শফিকুর রহমান, উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সিরাজুল ইসলাম।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সাধারণ সভার কার্যক্রম শুরু করেন সমিতির সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব মোহাম্মদ তালহা।

সাধারণ সভার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সভাপতি মো.আব্দুল মান্নান। সাধারণ সভায় সবাইকে স্বাগত জানিয়ে সভায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান। মো.আব্দুল মান্নান এসময় বলেন সমিতিকে গতিশীল এবং কার্যকর করতে নিরলসভাবে কাজ করেছে বর্তমান পরিষদ। একই সাথে বিয়ানীবাজারবাসীর প্রতি আমার কৃতজ্ঞতা আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করে এই সংগঠনের সেবা করার সুযোগ দেয়ার জন্য।

সভাপতির স্বাগত বক্তব্যের পর সাধারণ সম্পাদক নাজমুল হক মাহবুব গত ৩ মাসের কর্মকাণ্ড নিয়ে সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন। এ সময় তিনি সমিতির কর্মকাণ্ডে সবাইকে সম্পৃক্ত থাকার জন্য ধন্যবাদ জানান এবং আগামীতে সবাইকে আরো সম্পৃক্ত হওয়ার ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। এছাড়া তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সমিতির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তার বক্তব্যে তিনি সমিতিকে আরো গতিশীল ও যুগোপযোগী করতে সংবিধানের কিছু ধারা-উপধারা সংশোধনের প্রস্তাব তুলে ধরেন একই সাথে বিগত কমিটির কাছ থেকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ার কথা উল্লেখ করেন।

এরপর গত জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ৩ মাসের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন সমিতির কোষাধক্ষ্য আব্দুল হান্নান দুখু। পরে সভায় উপস্থিত সমিতির সাধারণ সদস্য ও সাবেক কর্মকর্তারা সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষের রিপোর্টের উপর আলোচনা করেন এ সময় তারা বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন ও আগামীতে সমিতির কর্মকাণ্ডে আরো বেশি সম্পৃক্ত থাকার আশ্বাস দেন।

এদিকে সংবিধানকে আরো যুগোপযোগী করতে সংবিধান সংশোধনের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

কোষাধক্ষ্য আব্দুল হান্নান দুখু ২০২২ সালের সমিতির সম্ভাব্য বাজেট তুলে ধরেন সাধারণ সদস্যদের কাছে। এরপর সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বাজেট পাস হয়। মোট বাজেটের ৫০% সমিতির তহবিল থেকে বাকিটা কার্যকরী কমিটি, উপদেষ্টামন্ডলী, দাতা সদস্যসহ বিভিন্ন ভাবে সংগ্রহ করা হবে।

সভায় সাবেক কর্মকর্তা ছাড়াও সাধারণ সদস্য সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সহ-সভাপতি ফজলুর মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব মোহাম্মদ তালহা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোস্তফা অনিক রাজ, প্রচার সম্পাদক আব্দুল হাকিম, ক্রীড়া সম্পাদক কবির আহমেদ শাহিদ, সমাজকল্যাণ সম্পাদক আখতারুজ্জামান শাহিন মালিক, কার্যকরী সদস্য জামাল হোসেন, নুরু উদ্দিন প্রমুখ।

সাধারণ সভার আগে একই ভেন্যুতে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয় । অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি সম্মান জানানো হয় এবং তাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।